Decorous Kindergarten School প্রতিষ্ঠিত হয়েছে ২০২৫ সালে, এক শান্ত-নিরিবিলি গ্রামীণ এলাকায়, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার নিয়ে। গ্রামের শিশুদের শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, তাদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো—এই লক্ষ্য নিয়েই স্কুলটির যাত্রা শুরু। প্রতিষ্ঠার শুরু থেকেই স্কুলটি চেষ্টা করে যাচ্ছে এমন একটি পরিবেশ তৈরির, যেখানে প্রতিটি শিশু ভালোবাসা, আনন্দ এবং নিরাপত্তার আবহে শেখার সুযোগ পায়। “Decorous” নামের মতোই, আমাদের উদ্দেশ্য শিশুদের শালীন, সৎ, ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে সমাজে আলো ছড়াবে।